# গতবারের চেয়ে অর্ধেক ডিমও সংগ্রহ হয়নি
# প্রকৃতি অনুকূল ছিল না দাবি বিশেষজ্ঞদের
দেশে মিঠাপানির একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এবারও ডিম ছেড়েছে মা মাছ। তবে যে ডিম সংগ্রহ হয়েছে তা আশানুরূপ নয়। এবার তিন হাজার কেজির কিছু বেশি ডিম সংগ্রহ করতে পেরেছেন স্থানীয় সংগ্রহকারীরা। যা গত বছরের অর্ধেকের চেয়েও কম। বিশেষজ্ঞরা বলছেন, এবার প্রকৃতি অনুকূলে ছিল না।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া মঙ্গলবার (১৭ মে) জাগো নিউজের সঙ্গে কথা বলেন এ বিষয়ে।
তিনি বলেন, এখন হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার পরিপক্ব সময়। পাহাড়ি ঢলের সময় মা মাছ বেশি ডিম ছাড়ে। কিন্তু এবার কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি। যে কারণে পাহাড়ি ঢলও নেই। তবে পূর্ণিমায় হালদা নদীতে পানি বাড়ায় অস্বাভাবিকভাবে কিছু কিছু মা মাছ ডিম ছেড়েছে। কিন্তু পরিপূর্ণভাবে সব মাছ ডিম ছাড়তে পারেনি।
