বাংলাদেশ Item 2 Item 3 Item 4 Item 5 Item 6 Item 7 Item 8
---Advertisement---

পাকিস্তান ড্রয়ের পর জামালদের সঙ্গে সাবিনাদের তুলনা করেছেন কোচ

By Rubina Akter

Updated on:

পাকিস্তান ড্রয়ের পর জামালদের সঙ্গে সাবিনাদের তুলনা করেছেন কোচ
---Advertisement---

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনাদের এবারের সাফ যাত্রা শুরুতে ভালো হয়নি। গত আসরে ৬-০ গোলে পাকিস্তানকে হারানো সাবিনারা আজ ১-১ গোলে ড্র করে হার এড়িয়েছেন। এমন ফলাফল ও পারফরম্যান্সের পরেও বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার সন্তুষ্ট।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রিমিয়ার লিগে খেলেছি। দীর্ঘ দিন ফুটবল খেলেছি। হাজার হাজার ম্যাচ খেলেছি। কোচিং করিয়েছি। আমি দেখেছি ফুটবলে কখনও কখনও এমন হয়। তাই বলব আমি এই ফলে হতাশ নই। এটা বলতে পারি, আমাদের পুরুষ দলের চেয়ে মেয়েরা সব মিলিয়ে ভালো ফুটবল খেলে।’

বাংলাদেশের নারী ও পুরুষ দলের খেলার মানের তুলনা নিয়ে অনেক সময় আলোচনা হয়। আজ বাংলাদেশ নারী দলের কোচ সেটি স্পষ্টভাবে বললেন। তার মতে, জামাল ভূইয়াদের খেলার মানের চেয়ে সাবিনারাই সামগ্রিকভাবে এগিয়ে।

বাংলাদেশ কোনোমতো হার এড়ালেও কোচের দৃষ্টিতে ম্যাচের বিশ্লেষণ ভিন্ন। তার দাবি, ‘অনেক সময় দল আধিপত্য দেখিয়ে খেললেও ড্র করে। কিন্তু আজ এটা বলতেই হবে যে মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। কখনও তারা থেমে থাকেনি। শুধু ভাগ্য পক্ষে ছিল না। দেখেছেন কিভাবে এই ম্যাচে ক্রস বারে লেগে বল বাইরে গেছে।’

আজ জিতলে বাংলাদেশ সেমিফাইনালে খেলত। বাংলাদেশের ড্রয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তাই ভারত ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ কোচ, ‘আজকের ম্যাচ নিয়ে পর্যালোচনা করতে হবে। পরের ম্যাচ ২৩ অক্টোবর। ওই ম্যাচ নিয়েই ভাবছি। আমাদের উন্নতি করার অনেক সুযোগ আছে। সত্যি বলতে ফুটবল কখনও কখনও নিষ্ঠুর হয়।’

আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মনিকা চাকমা। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘প্রথমার্ধের পর কোচ আমাদের বলেছিলেন যে আরও একটু চেষ্টা করতে। আমরা সবসময় গোলের জন্য চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত গোল পেয়েছি। এজন্য আমি খুব খুশি। আর আজকের এই পুরস্কারটি আমি আমার পরিবারের জন্য উৎসর্গ করলাম।’

---Advertisement---

Leave a Comment